insta logo
Loading ...
×

একেবারে সিনেমা, দেড় ঘণ্টায় বাংলা ঝাড়খণ্ড দুই রাজ্যে জোড়া ডাকাতি!

একেবারে সিনেমা, দেড় ঘণ্টায় বাংলা ঝাড়খণ্ড দুই রাজ্যে জোড়া ডাকাতি!

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

দেড় ঘণ্টার মধ্যে বাংলা ও ঝাড়খণ্ডে একই কায়দায় জোড়া ডাকাতি। রবিবার রাতের সেই অপারেশন যেন বলিউডি সিনেমার দৃশ্য—গ্রাহক সেজে বাইকে আসা, মুহূর্তে পিস্তল উঁচিয়ে কর্মীদের বশে আনা, আর মিনিট দু’য়ের মধ্যে লক্ষাধিক টাকা লুঠ!

প্রথম অপারেশন রাত ৯টা ১৪ মিনিটে, পুরুলিয়ার বলরামপুর থানার মালতি গ্রামে। জাতীয় সড়ক ১৮ নম্বরের ধারে পাম্পে তখন তিন কর্মী ডিউটিতে। দুটি বাইকে পাঁচ দুষ্কৃতী হাজির। গ্রাহক ভেবে কর্মীরা তেল দেওয়ার প্রস্তুতি নিতেই তিন যুবক বাইক থেকে নেমে পিস্তল বার করে সরাসরি ক্যাশ কাউন্টারের দিকে যায়। ৭ এমএম পিস্তল ঠেকিয়ে নগদ লুঠ, বাধা দিতে গিয়ে কর্মী সোনু সিং হয় মারধরের শিকার। সিসি ক্যামেরায় ধরা পড়েছে রেনকোর্ট, মাস্ক ও হলুদ গামছা পরা দুষ্কৃতীদের ছবি। পুরো অপারেশন শেষ হয় মাত্র এক মিনিট ৫৬ সেকেন্ডে।

এরপর রাত ১০টা ৪৫ মিনিটে ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার চৌকা থানার ঘাটদুলমি রোডে একই ভঙ্গিতে আর একটি অপারেশন। বলরামপুরে ডাকাতির খবর পৌঁছনোর আগেই ফের আরেক পেট্রোল পাম্পে ডাকাতি।

দুটি ঘটনার তদন্তে যৌথ সমন্বয়ে নেমেছে বাংলা ও ঝাড়খণ্ড পুলিশ। খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ।দুই রাজ্যের পুলিশ হোয়াটস্যাপ গ্রুপে তথ্য আদানপ্রদান শুরু করেছে। পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘কিছু সূত্র মিলেছে। তদন্ত চলছে।’’

তবু প্রশ্ন থেকে যাচ্ছে—বলরামপুরের ডাকাতির জায়গা থেকে কয়েক কিমি দূরেই দাঁতিয়া আন্তঃরাজ্য নাকা চেকপোস্ট। আছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে সেই রাস্তাতেই নির্বিঘ্নে পালাল দুষ্কৃতীরা?

ঠিক পরের দিন, সোমবার, ঝাড়খণ্ডের চাইবাসায় ব্যাংকের সামনে দুই পাম্প কর্মীর কাছ থেকে ফের ৫ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। একই বাইকে তিন দুষ্কৃতীর এই কাণ্ডের সঙ্গে বাংলার ডাকাত দলের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে দুই রাজ্যের পুলিশ।

Post Comment