নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
বৃষ্টির তোয়াক্কা না করে একুশে জুলাই শহিদ দিবসে ধর্মতলা যাত্রার সমর্থনে মিছিল ও পথসভা করল মানবাজারের জিতুজুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। বুধবার বিকেলে জিতুজুড়ি দলীয় কার্যালয় থেকে শুরু হয় এই মিছিল। এরপর জিতুজুড়ি বাজার এলাকা পরিক্রমা করে মিছিল শেষ হয় কার্যালয়ের সামনেই। সেখানেই আয়োজিত হয় এক পথসভা।
সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী তথা মানবাজার বিধানসভার বিধায়ক সন্ধ্যারানি টুডু। এছাড়াও ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি গুরুপদ টুডু, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দয়াময় বাউরী, জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মৃত্যুঞ্জয় কর্মকার এবং মানবাজার-১ নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি সিরাজ আনসারী।
পথসভায় নেতানেত্রীরা শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরেন ও দলের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন। বক্তৃতায় বারবার উঠে আসে মানুষের পাশে থাকার বার্তা এবং রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা।
বৃষ্টিভেজা বিকেলে দলের কর্মীদের উৎসাহ ও উপস্থিতি নজর কাড়ে।এই আবহাওয়ার মধ্যেও নির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য উপস্থিত নেতারা কর্মীদের ধন্যবাদ জানান ।











Post Comment