insta logo
Loading ...
×

একদা বিপ্লবীদের গোপন ডেরা ঝালদার জনপ্রিয় কালী মন্দির, জানুন ইতিহাস

একদা বিপ্লবীদের গোপন ডেরা ঝালদার জনপ্রিয় কালী মন্দির, জানুন ইতিহাস

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

একসময় ছিলো বিপ্লবীদের গোপন ডেরা, আর এখন জনপ্রিয় কালী মন্দির। ইতিহাস, ভক্তি ও সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণের সাক্ষী ঝালদা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সিলফোঁড় পাহাড়ের মা কালী মন্দির। একসময় এই পাহাড় ছিল ঘন জঙ্গলে আচ্ছাদিত ও বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল। আজ সেই স্থানই ভক্তি ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু।
প্রায় ১৩০টি সিঁড়ি। সেই সিঁড়িগুলো অতিক্রম করলেই চোখে পড়ে প্রাচীন মা কালী মন্দিরের অপূর্ব রূপ। প্রতিদিনই দূরদূরান্ত থেকে ভক্তদের ভিড় লেগে থাকে। স্থানীয় সমাজসেবক প্রেমচাঁদ মোদকের উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে তৎকালীন সাংসদ দেবেন্দ্রনাথ মাহাতোর প্রচেষ্টায় ১৯৭৩ সালে মন্দিরের সৌন্দর্যবর্ধন কাজ শুরু হয়। এরপর ২০১৭ সালে ঝালদা পৌরসভার উদ্যোগে মন্দিরটি নতুন সাজে সেজে ওঠে।
মন্দিরের পূজারী দেবাশীষ চক্রবর্তী জানান, “প্রতিদিনই ভক্তদের আগমন হয়। মা-র পুজোতে এখন প্রস্তুতি তুঙ্গে।”

স্থানীয় বাসিন্দা বলরাম মণ্ডল বলেন,”এই পাহাড় থেকে ঝালদা শহরের মনোরম দৃশ্যও দর্শনার্থীদের আকর্ষণ করে। পুজোর সময় পাহাড়ের ওপর থেকে শহরের আলোয় ভরা দৃশ্য দেখলে ভক্তি আর প্রকৃতি যেন মিশে যায়, পাশাপাশি। “
পুজোকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ঝালদা পৌরসভা ও থানা ইতিমধ্যেই তৎপর।“সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। আশা করি, এ বছরও ভক্তদের উপচে পড়া ভিড় হবে,” জানালেন পুজো কমিটির সদস্য অনুপ কুমার চোপড়া।
প্রতি বছর এই সময় ঝালদার জনজীবনে যে উচ্ছ্বাস ও ভক্তি দেখা যায়, তা সিলফোঁড় পাহাড়ের মা কালী মন্দিরকে শুধু ধর্মীয় কেন্দ্র নয়, বরং শহরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Post Comment