নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :
দাবি এক। আন্দোলনের প্রস্তুতিতে রাজ্যে যুযুধান ও কেন্দ্রে জোটবদ্ধ সিপিএম এবং তৃণমূল। পয়লা জুলাই আদ্রা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে স্মারকলিপি পেশ করেছিল সিপিএম-এর কাশিপুর পূর্ব এরিয়া কমিটি। ইন্দ্রবিল স্টেশনের রেল প্রবন্ধক মারফত তিন দফা দাবিতে এই স্মারকলিপি পেশ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
প্রথম দাবিটি হলো—সম্প্রতি চালু হওয়া পুরুলিয়া-হাওড়া (মশাগ্রাম হয়ে) ৬৮১২১ ও ৬৮১২২ নম্বর ট্রেনদুটির ইন্দ্রবিল এবং সিরজাম স্টেশনে থামার ব্যবস্থা করতে হবে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই স্টেশনে ট্রেন থামলে এলাকার সাধারণ যাত্রীরা উপকৃত হবেন।
দ্বিতীয় দাবিতে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, লকডাউনের পর থেকে একাধিকবার ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। স্থানীয় ট্রেনের শ্রেণিবিন্যাসে পরিবর্তনের জেরে ভাড়া বেড়েছে অনেকটাই। এই অতিরিক্ত ভাড়া সাধারণ মানুষের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে বলে দাবি সিপিএমের। অবিলম্বে এই ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
তৃতীয়ত, রেল পরিষেবায় ঘনঘন ট্রেন বাতিলের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দল। বলা হয়েছে, “পরপর ট্রেন বাতিলের ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রেল কর্তৃপক্ষ যেন সময়সূচি মেনে ট্রেন চালায়, সেই দাবি করছি।”
অন্যদিকে প্রায় একই দাবি নিয়ে ইন্দ্রবিল স্টেশনের রেল প্রবন্ধককে ডেপুটেশন দিল তৃণমূল গৌরাঙ্গডি অঞ্চল তৃণমূল কমিটি। ৮ জুলাই দেওয়া তাদের ডেপুটেশনের মুল দাবি সম্প্রতি চালু হওয়া পুরুলিয়া-হাওড়া (মশাগ্রাম হয়ে) ৬৮১২১ ও ৬৮১২২ নম্বর ট্রেনদুটির মেট্যালশহর, ইন্দ্রবিল এবং সিরজাম স্টেশনে স্টপেজ দিতে হবে। মালগাড়ির অতিরিক্ত চলাচলে ব্যাহত হচ্ছে রেলের যাত্রী পরিষেবা। কমাতে হবে রেলের টিকিটের দাম। এছাড়াও রেলের রাস্তা সহ স্থানীয় বেশ কয়েকটি ইস্যু তুলে ধরা হয়েছে ডেপুটেশনে।
Post Comment