insta logo
Loading ...
×

উল্টো রথে পঞ্চাশ কেজি জিলিপি বিতরণ মানবাজারে

উল্টো রথে পঞ্চাশ কেজি জিলিপি বিতরণ মানবাজারে

অমরেশ দত্ত, মানবাজার:

দু কেজি নয় একেবারে পঞ্চাশ কেজি জিলিপি। বিতরণ করা হলো মানবাজারে। উপলক্ষ উল্টোরথ। এদিনই মাসির বাড়ি থেকে নিজগৃহে ফিরলেন জগন্নাথদেব। এদিন রথযাত্রা উৎসবকে ঘিরে সমগ্র মানবাজার মহকুমা জুড়ে উৎসাহ দেখা যায়। ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এ বছরও মহাপ্রভুর জগন্নাথ দেবের মাসীর বাড়ি অর্থাৎ মানবাজার মাঝপাড়া হাটতলা মন্দির প্রাঙ্গনে নরনারায়ণ সেবার আয়োজন করা হল। পাশাপাশি এদিন পঞ্চাশ কেজি জিলিপি বিতরণ করা হলো মন্দির প্রাঙ্গণে। এদিন উৎসবমুখর পরিবেশে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

রথযাত্রা উৎসবে জিলিপি বিতরণ করা একটি জনপ্রিয় ঐতিহ্য। রথযাত্রা উপলক্ষ্যে মেলা বসে এবং সেখানে বিভিন্ন ধরণের খাবার পাওয়া যায়, যার মধ্যে জিলিপি অন্যতম। এটি বাঙালি সংস্কৃতিতে রথযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। মনে করা হয়, রথের মেলায় দরিদ্র মানুষ যাতে সহজে মিষ্টি খেতে পারে, সেই জন্য জিলিপি ও পাঁপড় ভাজার প্রচলন হয়। এছাড়াও, কিছু অঞ্চলে রথযাত্রার সময় খিচুড়ি বিতরণ করারও রেওয়াজ আছে।

মানবাজার মাঝপাড়ার বাসিন্দা সুদীপ চৌধুরী বলেন,” আগে আমরা এক দু কেজি করে জিলিপি বিতরণ করতে পারতাম। এবছর বেশ কিছু শুভানুধ্যায়ী পাশে এসে দাঁড়ানোয় জিলিপি আমরা পঞ্চাশ কেজি তৈরি করেছি। আশা করছি ভবিষ্যতে আরো বেশি পরিমাণে জিলিপি বিতরণ করতে পারব। “

Post Comment