insta logo
Loading ...
×

উপজাতি তালিকা থেকে বাদ, ‘কালা দিবসে’ শহরে মিছিল কুড়মিদের

উপজাতি তালিকা থেকে বাদ, ‘কালা দিবসে’ শহরে মিছিল কুড়মিদের

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:

কুড়মি সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণি থেকে বাদ দিয়ে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত না করা ঐতিহাসিক বঞ্চনা। এমন অভিযোগ তুলে প্রতিবাদে শনিবার কালা দিবস পালন করল পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ।

সমাজের দাবি,” ইতিহাস অনুযায়ী, ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন কেন্দ্রীয় সরকার কুড়মি জাতিকে তপশিলি উপজাতি তালিকা থেকে বাদ দেয়। সেই সিদ্ধান্তের ফলে দীর্ঘ কয়েক দশক ধরে সামাজিক, আর্থিক ও শিক্ষাগত ক্ষেত্রে কুড়মি সমাজ বঞ্চিত হয়েছে। প্রতিবছর এই দিনে সেই বঞ্চনার প্রতীক হিসেবেই পালন করা হয় কালা দিবস।”
শনিবার সকাল থেকে পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্তে পোস্টার ও হলুদ পতাকা হাতে নিয়ে মিছিলে সামিল হন কুড়মি সমাজের মানুষজন। শ্লোগানে শ্লোগানে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উগরে দেন তারা। মিছিল শহরের প্রধান প্রধান রাস্তায় ঘোরে। সমাজের মানুষজন মিছিলে যোগ দিয়ে প্রতিবাদের সুর আরও জোরালো করে তোলেন।

Post Comment