insta logo
Loading ...
×

উন্নত প্রথায় উদ্যানজাত ফসল ও চাষ বিষয়ে প্রশিক্ষণ শিবির আড়শায়

উন্নত প্রথায় উদ্যানজাত ফসল ও চাষ বিষয়ে প্রশিক্ষণ শিবির আড়শায়

দেবীলাল মাহাত, আড়শা:

উন্নত প্রথায় উদ্যানজাত ফসল ও চাষ বিষয়ে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল আড়শায়। বুধবার আড়শা ব্লক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালনের উদ্যোগে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় আড়শা পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন আড়শা ব্লকের বিডিও গোপাল সরকার। বর্ষাকালীন ফসল জল থেকে কি ভাবে রক্ষা করা যাবে, কোন মাটির ক্ষেত্রে কোন ফসল উপযোগী সে বিষয়ে চাষিদের সচেতন করা হয়। এদিন প্রশিক্ষণ শিবিরের শেষে ৫০ জন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় একটি করে কোদাল। উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক মনোতোষ মন্ডল, আড়শা ব্লকের উদ্যান পালন দপ্তরের পরামর্শদাতা শচীনন্দন মাঝি, আড়শা পঞ্চায়েত সমিতির শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ সনাতন কুমার, নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ পুষ্প মন্ডল প্রমুখ। জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক মনোতোষ মন্ডল জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কি ভাবে উন্নত চাষ করা যায় তা হাতে কলমে কৃষকদের বোঝানো হয়। সাথে সাথে উদ্যান পালন দপ্তরের বিভিন্ন প্রকল্প গুলো বিষয়ে কৃষকদের অবহিত করা হয়েছে। আড়শা ব্লকের উদ্যান পালন দপ্তরের পরামর্শদাতা শচীনন্দন মাঝি জানান, এদিন ব্লকের প্রায় ৫০ জন চাষিকে বিভিন্ন ফুল, ফল, সবজি চাষে উৎসাহিত করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্ষার আগে হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে খুশি চাষিরাও।

Post Comment