insta logo
Loading ...
×

উচ্চমাধ্যমিকে চমকে দিলো পরিযায়ী শ্রমিকের মেয়ে

উচ্চমাধ্যমিকে চমকে দিলো পরিযায়ী শ্রমিকের মেয়ে

নিজস্ব প্রতিনিধি, হুড়া:

৮৮ শতাংশ নম্বর। তাও আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কলা বিভাগে। চমকে দিলো পরিযায়ী শ্রমিকের মেয়ে পুরুলিয়ার হুড়ার পাঞ্জনিয়া জে ডি আর হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী রিনা সহিস। উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৪৪। এলাকাবাসীর আলোচনার কেন্দ্রে এখন রিনা। তার স্বপ্ন বড় হয়ে পুলিশ অফিসার হওয়া।

হুড়া থানার বাথানডি গ্রামে তার বাড়ি। টেস্ট পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৪০২। ফাইনালে অনেকটাই বাড়লো নম্বর। বাংলায় ৯৫, ইংরাজিতে ৭০, ভূগোলে ৯২, ইতিহাসে ৭৭, সংস্কৃতে ৮৪, পরিবেশ বিজ্ঞানে ৯৬। রিনার বাবা বিশ্বনাথ সহিস পেশায় পরিযায়ী শ্রমিক। সংসার চালাতে কাজ করেন ভিন রাজ্যে। এখন বাড়িতেই আছেন। তবে এখানে কাজ না পাওয়ায় ফের ভিন রাজ্যে যাবেন ভাবছেন। তিনি বলেন, “মেয়ে যতদূর পড়তে চায় পড়াবো। ওর লেখাপড়ার খরচ জোটাতে আমাকে বাইরে কাজ করতে যেতেই হবে। “

সংসারে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে। নুন আনতে পান্তা ফুরায়।ছেলে মাধ্যমিক দিয়েছিল। আর পড়েনি। এদিকে কোন কাজও জোটাতে পারেনি সে। রেশনের
চাল, গমে চলে তাদের সংসার। বাঁচিয়ে রেখেছে। এমন কপথা বলে রিনা জানায়,”স্কুল থেকে লেখাপড়ার জন্য অনেক সাহায্য করেছে। এভাবেই আমি লেখাপড়া চালিয়ে পুলিশ অফিসার হতে চাই। “

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির দেওঘরিয়া বলেন, ” ইচ্ছে থাকলে সব হয়। রিনা তার প্রমাণ । বিদ্যালয়ের বাংলার শিক্ষক আনন্দগোপাল মাহাতো বলেন, ” আমরা ওকে সব রকম ভাবে সাহায্য করেছি। আমরা দেখব,ওর উচ্চশিক্ষায় যাতে কোন সমস্যা না হয়। “

Post Comment