নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
ইন্দ্রবিলে রেললাইন থেকে এক তরুণীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার বিকেলে আদ্রা জিআরপি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম শকুন্তলা কৈবর্ত (২০)। তার বাড়ি আদ্রার বেকো গ্রামে হলেও, তিনি সম্প্রতি ইন্দ্রবিল গ্রামে মামার বাড়িতে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলবেলায় রেল লাইনের মাঝখানে ওই তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছে আদ্রা জিআরপি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। কীভাবে এই মর্মান্তিক মৃত্যু হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে আদ্রা জিআরপি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা।
Post Comment