নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
“হুল বিদ্রোহ: প্রেক্ষাপট ও তার বর্তমান প্রাসঙ্গিকতা” বিষয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হল কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে। শনিবার কলেজের সাঁওতালি বিভাগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত কলেজের সেমিনার কক্ষে। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডঃ বিভাসকান্তি মন্ডল। এদিন হুল বিদ্রোহের প্রেক্ষাপট ও তার বর্তমান প্রাসঙ্গিকতা বিষয়ে ছাত্র- ছাত্রীদের কাছে বিস্তৃত আলোচনা তুলে ধরেন আলোচকরা। অধ্যক্ষ বিভাসকান্তি মণ্ডল বলেন, ইতিহাস যথাযথ লেখা হয়নি। মান্য সমাজের ইতিহাসবিদগণ ১৮৫৫-র হুল বিদ্রোহকে বাদ দিয়ে, ১৮৫৭-র সিপাহী বিদ্রোহ কে প্রথম বিপ্লবের আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, প্রথম স্বাধিকার রক্ষার লড়াই করেন সিধু, কানু, চাঁদ, ভৈরো, ফুল, ঝানু সহ অসংখ্য সাঁওতাল। আর আশ্চর্যের বিষয় হলো সেই স্বাধিকার রক্ষাই আজকের বিকশিত ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

ভগনাডিতে যে অত্যাচার হয়েছিল, সিধু কানুকে গ্রেফতারের যে চক্রান্ত, মহেশ দারোগার মুণ্ডু ছেদন এবং পরবর্তীতে বিদ্রোহে যে একুশজন পুলিশের লোক আক্রান্ত হওয়ার পর কিভাবে সাঁওতালদের উপর যে তীব্র আক্রমণ নেমে এসেছিল সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক সৌমেন দে।। সাঁওতালি বিভাগের বিভাগীয় প্রধান লাখপতি হেমব্রম বলেন – হুল বিদ্রোহের গুরুত্ব ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেন আলোচকরা। আলোচনার পর ছাত্র- ছাত্রীদের কাছে ছিল প্রশ্নোত্তর পর্ব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক নবীন দাস।
Post Comment