insta logo
Loading ...
×

ইতিহাসে জড়ানো চকবাজারের রথে এক ব্যতিক্রমী গল্প

ইতিহাসে জড়ানো চকবাজারের রথে এক ব্যতিক্রমী গল্প

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

চকবাজারের ঐতিহ্যবাহী রথযাত্রা এবছর ১১৪তম বর্ষে পদার্পণ করল। তবে এই রথযাত্রা কেবল এক ধর্মীয় অনুষ্ঠান নয়। এর সঙ্গে জড়িয়ে আছে এক অভিনব ঐতিহাসিক প্রেক্ষাপট।
জানা যায়, এই রথ পুরোপুরি চকবাজারের নিজস্ব নয়। মূল রথটি এক সময়কার বিখ্যাত বাইজি ‘মনি বাইজির’ আমলে প্রতিষ্ঠিত হয়। তিনি জীবনের অন্তিম লগ্নে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং সেইসঙ্গে প্রতিষ্ঠা করেন চকবাজারের রাধাগোবিন্দ মন্দির। রথটিও তিনি মন্দিরকে দান করেন। তারপর থেকেই ১৯১২ সাল থেকে শুরু হয় এই রথযাত্রা। যা আজও চিরাচরিত প্রথা মেনে পালিত হয়ে আসছে।

প্রতি বছর প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়। এবছরও ব্যতিক্রম নয়। রথের যাবতীয় দায়িত্ব ও পরিচালনার ভারে রয়েছেন পুরুলিয়া শহরের চকবাজার এলাকার বাসিন্দা শচীদুলাল দত্ত। এই মন্দিরে প্রতিদিন নানা ভোগ নিবেদন ও নিত্য পূজার মাধ্যমে শ্রী রাধাগোবিন্দের আরাধনা করা হয়। রথযাত্রার দিন সেই ভক্তি-উৎসব এক অন্য মাত্রায় পৌঁছে যায়।

চকবাজারের এই রথ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। এটি এক ঐতিহ্যের ধারক ও বাহক, যেখানে ইতিহাস, সংস্কৃতি ও আস্থা একসূত্রে গাঁথা।

Post Comment