নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে ‘ইউনিটি মার্চ’ নামে দেশজুড়ে শুরু হয়েছে এক বিশেষ পদযাত্রা। এই কর্মসূচির উদ্দেশ্য প্যাটেলের ঐক্য ও আত্মনির্ভরতার বার্তাকে জনমানসে ছড়িয়ে দেওয়া।
জঙ্গলমহলের পুরুলিয়া এই পদযাত্রার এক অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। সোমবার ঝালদা, মঙ্গলবার রঘুনাথপুরের পাশাপাশি পুরুলিয়া শহরেও হয় পদযাত্রা। বুধবার মানবাজার ও বরাবাজারেও হবে এই কর্মসূচি।
মঙ্গলবার পুরুলিয়া শহরের গোশালা এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে অংশগ্রহণকারীরা সর্দার প্যাটেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই পদযাত্রায় ছিলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলেন, “সর্দার প্যাটেল শুধু ভারতের ‘লৌহ পুরুষ’ ছিলেন না, তিনি ছিলেন ঐক্যের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। এই পদযাত্রাই সেই বার্তা বহন করছে।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই কর্মসূচির মাধ্যমে বিজেপি যুবসমাজের কাছে নিজেদের উপস্থিতি আরও দৃঢ় করতে চাইছে।











Post Comment