insta logo
Loading ...
×

আস্ত টিউবওয়েল চু*রি হয়ে যাচ্ছে রঘুনাথপুর ২ ব্লকে,পুলিশের দ্বারস্থ প্রধান

আস্ত টিউবওয়েল চু*রি হয়ে যাচ্ছে রঘুনাথপুর ২ ব্লকে,পুলিশের দ্বারস্থ প্রধান

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:


অবিশ্বাস্য হলেও সত্যি—আস্ত টিউবওয়েল চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা! ফলে তীব্র জলের সমস্যায় পড়েছেন রঘুনাথপুর ২ ব্লকের একাধিক গ্রামের মানুষ। পরিস্থিতি সামাল দিতে থানার দ্বারস্থ হতে হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানকে।

রুখাশুখা পুরুলিয়ায় গ্রীষ্ম এলেই জলকষ্ট দেখা দেয়। সাধারণ টিউবওয়েলগুলি অগভীর হওয়ায় জলের চাহিদা মেটাতে পারে না। তাই গত কয়েক বছরে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিভিন্ন গ্রামে গভীর টিউবওয়েল খনন করে সৌর বিদ্যুৎচালিত সাব মার্সিবল পাম্প বসানো হয়। ভূগর্ভস্থ জল তুলে তা ট্যাঙ্কে সঞ্চিত করে একাধিক ট্যাপের মাধ্যমে গ্রামবাসীদের পানীয় জলের ব্যবস্থা করা হয়। কিন্তু সম্প্রতি এই মূল্যবান যন্ত্রাংশই দুষ্কৃতীদের নিশানায়। রাতের অন্ধকারে টিউবওয়েল কেটে মেশিন উধাও করে দিচ্ছে চোরেরা। যার জেরে বর্ষা শেষ হতেই গ্রামগুলোতে দেখা দিচ্ছে তীব্র জলসঙ্কট। মঙ্গলদা–মৌতড় গ্রাম পঞ্চায়েতের বাগমানমী গ্রামে একটি পাম্প চুরি হয়েছে। একইভাবে মণ্ডপডাঙ্গা গ্রামেও দুটি ও মৌতড় সাতআনায় আরও একটি পাম্প চুরি হয়েছে। পঞ্চায়েত প্রধান গোপেশকুমার ঘোষাল জানিয়েছেন, “গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। দেখা গিয়েছে পাইপ কেটে ফেলে রাখা হয়েছে, কিন্তু মেশিন উধাও। এতে জল প্রকল্প বন্ধ হয়ে তীব্র সংকটে পড়েছেন বহু পরিবার।”

স্থানীয় সূত্রে খবর, একটি সৌর বিদ্যুৎচালিত প্রকল্প থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ পরিবার জল ব্যবহার করেন। একাধিক প্রকল্প একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় এলাকাজুড়ে তৈরি হয়েছে চরম সমস্যা। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

Post Comment