নিজস্ব প্রতিনিধি, আড়শা:
হনুমানের আতঙ্ক অব্যাহত আড়শায় । রবিবার হনুমানের কামড়ে আহত হলেন আরোও দু’জন বাসিন্দা। তাদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ। ইতিমধ্যেই হনুমানের কামড়ে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। বনদফতর জানিয়েছে, কর্মীরা হনুমানটিকে বিভিন্ন ভাবে খাঁচাবন্দি করার চেষ্টা চালাচ্ছেন।
আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েত এলাকার পাশাপাশি দুটি গ্রাম বামুনডিহা ও তুম্বাঝালদা । বাসিন্দাদের অভিযোগ, দুর্গাপুজোর আগে থেকে এলাকায় একদল হনুমান ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে একটি পুরুষ হনুমান আচমকা গ্রামবাসীদের কামড়ে দিচ্ছে। ইতিমধ্যেই ওই হনুমানের কামড়ে বামুনডিহা ও তুম্বাঝালদা গ্রামের ১৪ জন গ্রামবাসী আহত হয়েছেন।
রবিবার, বিকালে তুম্বাঝালদা গ্রামের নেবুবালা মাহাত নামে এক ৬২ বছরের বৃদ্ধা ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন। সেই সময় আচমকা হনুমানটি গাছ থেকে নেমে তার ডান হাতে নখের আঁচড় বসায় । তারপরই সত্যবান মাহাত নামে আরও এক যুবককে কামড়ে দেয় হনুমানটি। দু’জনকেই নিয়ে যাওয়া হয় সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
বনদফতরের এক আধিকারিক বলেন – ওই হনুমানের কামড়ে দুটি গ্রামের ১৪ জন গ্রামবাসী আহত হয়েছেন । অনেকবার বনকর্মীরা হনুমানটিকে ধরার চেষ্টা করছেন। বসানো হয়েছে খাঁচাও। কিন্তু তাকে ধরতে পারা যায়নি। সোমবার হনুমানটিকে ধরার জন্য বিশেষ টিম আনা হবে।







Post Comment