নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই রাজ্যের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার যৌথ প্রভাবে বৃহস্পতিবার জেলাজুড়ে ঝড়বৃষ্টিতে ভিজল পুরুলিয়া। কোথাও কোথাও তা গড়িয়ে যায় ভারী বর্ষায়।
আবহাওয়া দফতর এক বিশেষ বুলেটিনে জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা উত্তর দিকে সরে এসে যুক্ত হয়েছে মৌসুমি অক্ষরেখার সঙ্গে। অক্ষরেখাটি বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, বান্দা, সিধি, রাঁচি হয়ে ডায়মন্ড হারবার এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে বিস্তৃত। এর জেরেই দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।
পুরুলিয়ায় বৃহস্পতিবার গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩০.৪৩ মিলিমিটার। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে পাড়ায়—১৩০.২ মিলিমিটার। জয়পুরেও বৃষ্টি হয়েছে যথেষ্ট—৬৪.৬ মিলিমিটার। হাতোয়াড়ায় হয়েছে ৫৮.৪ মিলিমিটার এবং ঝালদায় ৩৭.৬ মিমি।
অন্যদিকে বরাবাজারে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। মানবাজার, বলরামপুর, বাঘমুণ্ডি, কাশীপুর, নিতুড়িয়া, সাঁতুড়ি, পুঞ্চা ইত্যাদি এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল তুলনায় কম।
শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.১ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী ২৪ ঘণ্টাতেও। পুরুলিয়া ছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।











Post Comment