নিজস্ব প্রতিনিধি, বোরো :
২১ দিন পালিয়ে থাকার পর গ্রেফতার হল বোরো স্কুলের ছাত্রী নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক ভাস্কর চন্দ্র মাহাত। তাঁর বাড়ি বোরো থানার খড়িদুয়ারা গ্রামে, বর্তমানে পুরুলিয়া শহরের দুলমিতে থাকতেন। সোমবার রাতে হাওড়া থেকে তাঁকে গ্রেফতার করে বোরো থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।
গত ১৫ সেপ্টেম্বর এক ছাত্রীর মা বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে, ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের আবাসিক ছাত্রীদের দীর্ঘদিন ধরে শ্লীলতাহানি করতেন। ভয়ে ছাত্রীরা এতদিন মুখ খোলেনি। ঘটনার দিন কয়েকজন ছাত্রী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানালে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। স্কুলে তুমুল বিক্ষোভ শুরু হয়। প্রধান শিক্ষক পালালেও স্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা জামতোড়িয়া চক্রের এসআই প্রসেনজিৎ বারিক ও অন্যান্য শিক্ষকরা ঘেরাও হয়ে পড়েন ক্ষুব্ধ জনতার হাতে। রাত পর্যন্ত চলে উত্তেজনা। প্রধান শিক্ষককে পুরুলিয়া মিরর ফোনে ধরলেও, ফোন কেটে দেন তিনি।
এরপর থেকেই ফেরার ছিলেন ভাস্করবাবু। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল, বিজেপি, সিপিআইএম-সহ বিভিন্ন সংগঠন রাস্তায় নামে। পুলিশ দীর্ঘ তল্লাশির পর অবশেষে সোমবার রাতে তাকে ধরতে সক্ষম হয়। পুলিশের এক আধিকারিকের কথায়, “বহু বড় অপরাধীকে ধরতেও এতটা নাকাল হতে হয়নি। হাওড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ”
Post Comment