নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
আর জি কর নিয়ে প্রতিবাদ চলছেই পুরুলিয়াতে। নারী নির্যাতন রুখতে এবার গার্লস প্রাউটিস্টের আহ্বানে প্রতিবাদ মিছিল সংঘটিত হল পুরুলিয়া শহরে। এদিনের মিছিলে প্রতিবাদী ভাষায় প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মাঠে নামতে দেখা যায় গার্লস প্রাউটিস্টের সদস্যদের। নির্যাতিতা বিচার না পাওয়া পর্যন্ত এই ভাবেই প্রতিবাদ চলবে বলে জানান সংগঠনের সদস্যরা।

Post Comment