insta logo
Loading ...
×

আরজিকর ঘটনার বর্ষপূর্তিতে মশাল মিছিল, ন্যায় বিচারের দাবিতে পথে পুরুলিয়া

আরজিকর ঘটনার বর্ষপূর্তিতে মশাল মিছিল, ন্যায় বিচারের দাবিতে পথে পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


আরজিকর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনার এক বছর পার হলেও ন্যায়বিচার অধরাই। সেই ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাখি পূর্ণিমার রাতে পথে নামলেন পুরুলিয়ার সাধারণ মানুষ। গত ৮ আগস্ট যে ওই নারকীয় ঘটনার বর্ষপূর্তি ছিল।

‘সিটিজেন ফর জাস্টিস – পুরুলিয়া’-র উদ্যোগে শনিবার রাতে শহরের ভগৎ সিং মোড় থেকে শুরু হয় মশাল মিছিল। হাতে মশাল, কণ্ঠে স্লোগান—শহর জুড়ে ছড়িয়ে পড়ে ন্যায়ের দাবি। মিছিলে অংশ নেন বহু সাধারণ মানুষ ও সংগঠনের সদস্যরা।
মিছিল শেষে পথচারীদের হাতে পরানো হয় “আমরা বিচার চাই, আমাদের চাহিদাই হলো বিচার” লেখা ব্যান্ড, যা প্রতীকী প্রতিবাদ হিসাবে সাড়া ফেলে। মিছিলে অংশ নেওয়া মানুষজনের দাবি, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন
চলবে।

Post Comment