insta logo
Loading ...
×

আমার পাড়া আমার সমাধান শিবির দেখতে রাজ্য পর্যবেক্ষক

আমার পাড়া আমার সমাধান শিবির দেখতে রাজ্য পর্যবেক্ষক

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

আমার পাড়া আমার সমাধান শিবির পরিদর্শনে এলেন রাজ্য পর্যবেক্ষক রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তা। তিনি এই মেগা প্রকল্পে রাজ্য সরকার নিযুক্ত অন্যতম পর্যবেক্ষক। বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত ঝালদা ১ নং ব্লকের ১,২ ও ৮ নং বুথের শিবির পরিদর্শন করেন তিনি। স্থানীয় হেঁসাহাতু ফতে সিং হাইস্কুলে বসেছিল শিবির। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সুদীপ পাল, ঝালদার মহকুমা শাসক রাখি বিশ্বাস, ঝালদা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মদনমোহন মুর্মু প্রমুখ।

Post Comment