নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মালবাহি ট্রেনের মাঝ বরাবর কাপলিং ভেঙে বিপত্তি তৈরি হয় পুরুলিয়ার বরাভুম রেলস্টেশনের লাগোয়া এলাকায়। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন নিত্যযাত্রীরা। ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা–চান্ডিল শাখার বরাভুম স্টেশনের অদূরে।
ঘটনায় জানা যায়, ট্রেনের সামনের অংশ পুরুলিয়ার দিকে এগিয়ে গেলেও একটি বড় অংশ বরাভূম স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যেই আটকে পড়ে। ফলে কিছুক্ষণের জন্য ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে রেলকর্মীরা দ্রুততার সঙ্গে ভেঙে যাওয়া কাপলিং সরিয়ে লাইন সচল করেন।
একজন নিত্য যাত্রী ইন্দ্রানী তন্তুবায় বলেন, “হঠাৎ করেই আওয়াজ শুনতে পেলাম । প্রথমে কিছুই বুঝতে পারিনি। পরে জানতে পারি ট্রেনের কাপলিং ভেঙে গেছে। ভাগ্যিস বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি।”
রেল সূত্রে খবর, ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নজরদারির আশ্বাস দিয়েছেন।







Post Comment