নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি হারিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এর প্রভাব রাজ্যের আবহাওয়ায় খুব একটা পড়েনি। বর্তমানে মৌসুমি অক্ষরেখাও রাজ্যের উপরে নেই। তবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার জেরে দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্যও জারি হয়েছে সতর্কতা।
পুরুলিয়ায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। জেলার গড় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মাত্র ৩.১৫ মিলিমিটার। এর মধ্যে হাতোয়াড়ায় সবচেয়ে বেশি— ১৩.২ মিলিমিটার। ঝালদায় ৬.৬ মিলিমিটার, বলরামপুরে ৬.২ মিলিমিটার, হুড়ায় ৫.৪ মিলিমিটার, পাড়ায় ও বাঘমুণ্ডিতে ৩.২ মিলিমিটার করে এবং বরাবাজারে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে জয়পুর, মানবাজার, নিতুড়িয়া, সাঁতুড়ি ও কাশীপুরে একফোঁটাও বৃষ্টি হয়নি।
তাপমাত্রা কিছুটা নেমেছে। এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.১ ডিগ্রি। ফলে দিনে হালকা আর্দ্রতার অস্বস্তি থাকলেও সন্ধে নামতেই কিছুটা স্বস্তি মিলেছে।
আবহবিদদের পূর্বাভাস, শুক্রবারও পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবারের পর নিম্নচাপের প্রভাবে জেলার পশ্চিমাঞ্চলে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।










Post Comment