নিজস্ব প্রতিনিধি,আড়শা:
এলাকার চাষিদের স্বনির্ভর করতে মাছের চারা বিতরণ করল ব্লক কৃষি দপ্তর। বৃহস্পতিবার আড়শা ব্লকের মিসিরডি গ্রামের ৮ জন কৃষকের হাতে আত্মা প্রকল্প থেকে ২০০ কেজি মাছের পোনা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আড়শা ব্লক কৃষি অধিকর্তা কৌশিক মাঝি, আড়শা ব্লকের আত্মা প্রকল্পের চেয়ারম্যান সুষেণ মাঝি প্রমুখ। আড়শা ব্লক কৃষি অধিকর্তা কৌশিক মাঝি জানান, “কৃষকদের স্বনির্ভর করতেই এই উদ্যোগ। মাছ বিক্রি করে তারা অর্থনৈতিক দিক থেকে উপকৃত হবেন।”
Post Comment