নিজস্ব প্রতিনিধি, আড়শা:
জেলায় শিল্প তেমন গড়ে না ওঠায় ধানই প্রধান অর্থকরী ফসল। কিন্তু বিভিন্ন সময়ে রোগ ও পোকার আক্রমণে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সেই সমস্যার মোকাবিলায় দু’ দিনের কৃষক প্রশিক্ষণ শিবির শুরু হল আড়শায়। বৃহস্পতিবার আড়শা ব্লক কৃষি দফতরের ‘আত্মা’র উদ্যোগে মাটি সৃষ্টি প্রকল্পের উপভোক্তাদের নিয়ে এই শিবির শুরু হয়েছে লছমনপুর গ্রামে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়শা ব্লকের কৃষি সহ-অধিকর্তা কৌশিক মাঝি, জেলা কৃষি আধিকারিক চন্দন কোনার, অরুণাংশু দত্ত, আড়শা ব্লক আত্মা প্রকল্পের চেয়ারম্যান শুষেন মাঝি, ব্লক প্রযুক্তি প্রবন্ধক দীপক কুমার মাহাত প্রমুখ।
কৌশিকবাবু জানান, সুসংহত উপায়ে ধানের রোগ ও পোকা দমন নিয়ে ৫০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ধানের ক্ষেতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই চাষিদের বোঝানো হচ্ছে কীভাবে বৈজ্ঞানিক উপায়ে ও সমন্বিত পদ্ধতিতে এই সমস্যা মোকাবিলা করা যায়। শুক্রবার প্রশিক্ষণের শেষ দিন।
Post Comment