নিজস্ব প্রতিনিধি, আড়শা:
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে স্বামী। বধূর বাবার এমন অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে আড়শা থানার হেটগুগুই গ্রামে।ধৃত ব্যাক্তির নাম পশুপতি মাহাত। শুক্রবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার আড়শা থানার হেটগুগুই গ্রামের গৃহবধূ বাতাসি মাহাতোর (২৬)গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়।ছয় বছর আগে গৃহবধূ বাতাসি মাহাতোর সাথে এই গ্রামের যুবক পশুপতি মাহাতোর বিয়ে হয়েছিল। বৃহস্পতিবার কোটশিলার থানার নিশ্চিতপুর গ্রামের বাসিন্দা গৃহবধূর বাবা ধনঞ্জয় মাহাত আড়শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিয়ের পর থেকেই মেয়ের উপর জামাই অত্যাচার করতো বলে বধূর বাবা অভিযোগ পত্রে জানান। তিনি বলেন, “আমার মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে জামাই পশুপতি মাহাত। তাই মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ” জামাইয়ের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।











Post Comment