insta logo
Loading ...
×

আড়শা রেঞ্জে গোখরো উদ্ধার

আড়শা রেঞ্জে গোখরো উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আড়শা:


এক বিরল প্রজাতির ভারতীয় গোখরো উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার পুরুলিয়ার আড়শা বিটের অন্তর্গত কিষাণপুর গ্রামে । বন দপ্তরের উদ্যোগে সাপটিকে নিরাপদে আটক করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেটিকে আড়শা বিটের উপারজাড়ি পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে ছাড়া করা হয়। বনকর্মীরা জানিয়েছেন, সাপটি সুস্থ অবস্থায় রয়েছে। ছাড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত জঙ্গলে মিলিয়ে যায়।

Post Comment