নিজস্ব প্রতিনিধি, আড়শা:
লোকালয় থেকে একটি ৬ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করলো আড়শা বনদপ্তর। বুধবার আড়শা ব্লকের লচমনপুর গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করা হয়। সাপটিকে দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা বনদপ্তরে খবর দেন। পরে বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর পুনরায় সিরকাবাদ জঙ্গলে ছেড়ে দেন।







Post Comment