নিজস্ব প্রতিনিধি, আড়শা :
গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আড়শার হেঁটজাড়ি গ্রামে। মৃতের নাম সতীশ মাহাতো (২৪)। ওই গ্রামেই তার বাড়ি। শনিবার সকালে গ্রামের পুকুরপাড়ের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment