নিজস্ব প্রতিনিধি, আড়শা:
চোলাই মদের বিরুদ্ধে রাস্তায় নামলেন মহিলারা। গ্রামপরিক্রমা করে হানা দিলেন চোলাই মদ বিক্রির ঠেকগুলোতে । বার্তা দিলেন এলাকায় চোলাই মদ বিক্রি না করার। সোমবার সন্ধ্যায় মহিলাদের রণংদেহি মূর্তিতে প্রতিবাদের সাক্ষী থাকলো আড়শা ব্লকের আহাড়রা গ্রাম।
এদিন আড়শা ব্লকের আহাড়রা গ্রামের শতাধিক মহিলা রাস্তায় নামেন । মিছিলে থাকা মহিলাদের দাবি , এলাকায় দিনের পর দিন বেড়ে চলেছে চোলাই মদ বিক্রি । বেশিরভাগ মানুষ দিনমজুরি করে সংসার চালান। রোজগারের বেশিরভাগ টাকা চলে যাচ্ছে মদের ঠেকে। মদ খেয়ে সংসারে অশান্তি বাড়ছে। গ্রামের পরিবেশও নষ্ট হচ্ছে ।বাধ্য হয়ে তারা পথে নেমেছেন। অভিযোগ, প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও স্থায়ী সমাধান হয়নি। তারা আরও বলেন, নিত্যদিন বাড়ির পুরুষরা মদ খেয়ে বাড়িতে এসে অশান্তি করছে। ছেলে মেয়েদের কাছেই মারধর করছে। অবিলম্বে যাতে এলাকায় মদের ঠেকগুলো বন্ধ হয় তার জন্য তারা পথে নেমেছেন।
প্রসঙ্গত এর আগে আড়শা ব্লকের চিতিডি গ্রামের বাসিন্দারা চোলাই মদের বিরুদ্ধে সরব হয়েছিলেন।মদ খেলে জরিমানার কথাও বলেছিলেন। চলতি মাসেই সেনাবনা গ্রামের মহিলারা মদ বিক্রি বন্ধ করার দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন। বামুনডিহা গ্রামের মহিলারা চোলাই মদের বিরুদ্ধে পথে নামেন। এবার পথে নামলেন আহাড়রা গ্রামের মহিলারা। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাত জানান, “চোলাই মদের বিরুদ্ধে জেলার বিভিন্ন গ্রামের মহিলারা যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তাতে তাদের প্রতিবাদকে কুর্নিশ জানাই। আমরা তাদের পাশে আছি। সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে।”
আবগারি দপ্তরের এক আধিকারিক বলেন,”অবৈধ মদ বিক্রি রুখতে নিয়মিত অভিযান চালানো হয়। ইতিমধ্যেই ব্লকের বেশ কয়েকটি অবৈধ মদ তৈরির কারখানা চিহ্নিত করে নষ্ট করা হয়েছে। এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে।”
Post Comment