নিজস্ব প্রতিনিধি, আড়শা:
চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল আবগারি ও পুলিশ। শনিবার আড়শা ব্লকের হেটগুগুই, উপরগুগুই, বহালপার, জাড়ি মোড় ও কুলটাঁড় গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন পুরুলিয়ার সদর আবগারি সার্কেল, বলরামপুর আবগারি সার্কেল এবং আড়শা থানার পুলিশ।
আবগারি দফতরের এক আধিকারিক জানান—গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানো হয়।” অভিযানে বহালপার ও উপরগুগুই গ্রাম থেকে বাজেয়াপ্ত করা হয় ৩০ লিটার চোলাই মদ ও ১২০০ লিটার মদ তৈরির উপকরণ ।বাজেয়াপ্ত করা হয় মদ তৈরির বেশ কিছু সরঞ্জাম । পাশাপাশি, একাধিক মদ তৈরির অস্থায়ী ভাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
আবগারি দপ্তরের এমন অভিযানে খুশি এলাকার মানুষ। আবগারি দফতরের তরফে জানানো হয়েছে, “এ ধরনের অভিযান নিয়মিতভাবেই চলবে ।
Post Comment