insta logo
Loading ...
×

আড়শায় বিভিন্ন দাবি নিয়েসিডিপিও অফিসে বিক্ষোভ

আড়শায় বিভিন্ন দাবি নিয়েসিডিপিও অফিসে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

বিভিন্ন দাবি নিয়ে সিডিপিও অফিসে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ রাজ্য
আইসিডিএস কর্মী সমিতির আড়শা ব্লক কমিটির মহিলা অঙ্গনওয়াড়ি কর্মীরা। ঘন্টা খানেক বিক্ষোভে যোগ দেন ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শতাধিক মহিলা কর্মী। পরে কাজের
স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি, অঙ্গনওয়াড়ী কেন্দ্রের পরিকাঠামো, পেনশন চালু সহ ১৫ দফা দাবি তুলে ধরেন তারা। এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মায়া মুখোপাধ্যায় বলেন, “ব্লক জুড়ে ২২২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তার মধ্যে ১৬০টির পরিকাঠামো নেই। রোদ, বৃষ্টিতে কাজ করতে সমস্যায় পড়তে হয় । তাছাড়া কেন্দ্রগুলোতে কর্মী নিয়োগ না করে, একজন শিক্ষিকাকেই দু-তিনটি কেন্দ্রের দায়িত্ব দেওয়ার ফলে কাজ করতে অসুবিধায় পড়তে হচ্ছে।” এই বিষয় গুলোও তুলে ধরা হয়েছে। আড়শা ব্লকের সিডিপিও মহম্মদ সামিম বলেন, “দাবিপত্র পেয়েছি। উধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।”

Post Comment