নিজস্ব প্রতিনিধি , আড়শা:
আড়শার সিরকাবাদ বিটের গুড়াহাটা গ্রাম থেকে মঙ্গলবার উদ্ধার করা হল একটি অজগর । প্রায় পাঁচ ফুট লম্বা সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সিরকাবাদ আমবাগান সংলগ্ন জঙ্গলে।
সাপটি দেখতে পেয়ে গ্রামবাসীরা বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে সিরকাবাদ বিটের বনকর্মীরা দ্রুত পৌঁছে সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি বিষহীন পাইথন, সাধারণত মানুষের ওপর আক্রমণ করে না।
অজগরটি সুস্থ ছিল এবং উদ্ধারকালে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বন দফতরের কর্মীরা সাপটিকে তার স্বাভাবিক আবাসে ছেড়ে দেন। স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের ফলে প্রাণীটির জীবনরক্ষা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে বন বিভাগের তরফে।







Post Comment