insta logo
Loading ...
×

আড়শায় অজগর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,আড়শা:

একটি অজগর সাপ উদ্ধার করলো আড়শা বনদপ্তর। বুধবার আড়শা ব্লকের হেঁসলা গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করা হয়। সাপটিকে দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা বনদপ্তরে খবর দেন। পরে বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর পুনরায় সিরকাবাদ জঙ্গলে ছেড়ে দেওয়া হয় অজগরটি। আড়শা বনদপ্তরের এক আধিকারিক জানান, “সাপ নিয়ে সাধারণ মানুষ যে ভাবে সচেতন হচ্ছেন,এটা একটা ভালো দিক।”

Post Comment