পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক:
অবিরাম না হলেও বৃষ্টি এখনও থামেনি। কাটেনি নিম্নচাপের মেঘ। তবে আকাশভাঙা বৃষ্টি থেকে রেহাই মিলেছে। কিন্তু বৃহস্পতিবার সকালে শহর পুরুলিয়ার কয়েকটি জায়গা জলমগ্ন। জেলার বিভিন্ন কজওয়ের উপর দিয়ে জল বইছে। ফলে ওই জলের মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষজন। বুধবার সকাল সাড়ে ৮ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত জেলায় ১৪৩.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে
কৃষি দপ্তর জানিয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাঘমুন্ডি ব্লকে। ওই ব্লকের চাষের জমি জলে ভর্তি। ফলে কৃষকরা বীজতলা কবে তৈরি করবেন বুঝতে পারছেন না। তবে শুধু বাঘমুন্ডি নয়। জেলার অন্যান্য ব্লকেও আমন ধানের জমি একেবারে জলে থৈ থৈ। সবজির জমিতেও জল ঢুকে গিয়েছে। তবে সবজির কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানাতে পারেনি উদ্যানপালন দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারও জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে
বৃষ্টি হবে। শুক্রবার থেকে পুরুলিয়ার আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

এদিনও সকাল থেকেই জনজীবন কার্যত থমকে। তবে বুধবার যেমন একেবারে ‘রেনি ডে’ ছিল। এদিন অবশ্য সেই ছবি নেই। রাস্তাঘাটে মানুষজন নেমেছেন। সরকারি কার্যালয় গুলিতে হাজিরা একেবারেই স্বাভাবিক। বুধবার যা ছিল না। ট্রেনে, বাসেও বুধবারের চেয়ে ভিড় একটু বেশি। এদিন খানিকটা দেরিতেই ঘুম ভাঙে পুরুলিয়া শহরের। দোকানপাট খুলতেও দেরি হয়। বর্ষা চলে আসায় জেলার পর্যটনও জমজমাট হয়ে গিয়েছে।
নতুন করে বুকিং আসতে শুরু হয়েছে। পুরুলিয়ার সাইট সিয়িং গুলি একেবারে সবুজে সবুজ হয়ে উঠেছে একদিনের বৃষ্টিতেই। ওই টুরিস্ট স্পট গুলির সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে এই বৃষ্টিতে।
Post Comment