নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
গৃহস্থের বাড়িতে লাগল আগুন। পুড়ে ছাই হয়ে গেল সর্বস্ব। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঝালদা থানার মসিনা গ্রামে।
ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকাল দশ লটা নাগাদ গ্রামবাসীদের কাছে তারা খবর পান যে বাড়িতে আগুন জ্বলছে। খবর দেওয়া হয় ঝালদা দমকলে। দমকল ও গ্রামবাসীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কিন্তু ততক্ষণে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্য রাজেশ মাহাতো বলেন, “আগুন লাগার কারণ জানা যায়নি। আমরা কেউ বাড়িতে ছিলাম না। বিয়ে বাড়ি গিয়েছিলাম। এই বাড়িতেই আমি ও আমার দিদা থাকি বর্তমানে ঘরটির সর্বস্ব ছাই হয়ে যাওয়ায় থাকার অযোগ্য হয়ে উঠেছে।
তাই আমরা এখন কী করব, কিছুই বুঝতে পারছিনা। আমরা সরকারের কাছে এই ক্ষতিপূরণের জন্য আবেদন জানাই। “
Post Comment