নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
স্বাধীনতা দিবসে আত্মহত্যার চেষ্টা করা পুরুলিয়ার শিল্পপতি দীনেশ আগরওয়াল ফের হাজির হলেন জেলা প্রশাসনিক ভবনের সামনে। বৃহস্পতিবার
তিনি জেলা প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকতে না পারলেও মূল গেটেই প্রশাসনের কাছে নিজের দাবি তুলে ধরেন। দীর্ঘ ৬ বছর ধরে জমি সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।
এদিন ওই প্রশাসনিক ভবনের গেটে ডিএসপি মর্যাদার আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী ছিল। ওই গেটে ছিলেন পুরুলিয়ার মহকুমাশাসক (সদর )
উৎপলকুমার ঘোষ।
এদিন তিনি যে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর কাছে গিয়ে দাবি-দাওয়া তুলে ধরবেন। তা আগেই পুরুলিয়া জেলা প্রশাসনকে জানিয়েছিলেন তিনি। সেই কারণেই এদিন সকাল থেকে
পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবন চত্বর পুলিশে ছয়লাপ হয়ে যায়। রাখা হয়েছিল এম্বুলেন্সও। যাতে স্বাধীনতা দিবসের ওই দিনের মতো কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। ফলে পুলিশি নিরাপত্তার মধ্যে এদিন পরিস্থিতি ছিলো
একেবারে শান্তিপূর্ণ। দীনেশ আগারওয়াল জানান, “জেলাশাসক সোমবার আমার সঙ্গে বৈঠক করে বিষয়টি শুনবেন বলে আশ্বাস দিয়েছেন।” তবে এই বিষয়ে
কোন কথা বলতে চাননি পুরুলিয়া মহকুমাশাসক
(সদর )উৎপলকুমার ঘোষ।
স্থানীয় ব্যবসায়ী মহল বলছে, প্রশাসন দ্রুত সমস্যার সমাধান না করলে এমন পরিস্থিতি আবারও ঘটতে পারে।
Post Comment