নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া
জুলাইয়ে দক্ষিণবঙ্গের আকাশ ছিল বৃষ্টিভেজা। বাঁকুড়া ও পুরুলিয়া—দুই জেলাই বৃষ্টির নিরিখে ছাপিয়ে গিয়েছিল রাজ্যের অন্য অংশকে। কিন্তু আগস্ট পড়তেই যেন মেঘের মন বদলে গেল।
সোমবার, ৪ আগস্ট, পুরুলিয়া জেলাজুড়ে গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ৯.৯৯ মিলিমিটার। দিনের তাপমাত্রাও ছিল যথেষ্ট—সর্বোচ্চ ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি।
তথ্য বলছে, হুড়া ব্লকে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে—২২.৬ মিমি। বলরামপুরে ২১.৩ মিমি, ঝালদা ও কাশীপুরেও যথাক্রমে ১৭ ও ১৭.২ মিমি বৃষ্টি হয়েছে। কিন্তু সাঁতুড়ি ব্লকে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি।
বাকি ব্লকগুলির বৃষ্টির চিত্রও খুব একটা আশাপ্রদ নয়। হাতোয়াড়া (১.৮ মিমি), বরাবাজার (২.০ মিমি), নিতুড়িয়া (২.২ মিমি), পুঞ্চা (৫.২ মিমি), মানবাজার (৪.০ মিমি), বাঘমুণ্ডি (৯.০ মিমি)—সবখানেই বৃষ্টি ছিল মৃদু।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর জমে থাকা ঘূর্ণাবর্তটি উত্তরবঙ্গের দিকে সরে যাওয়াতেই দক্ষিণে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘূর্ণাবর্ত এখন উত্তরের জেলাগুলোয় তুমুল বর্ষণের কারণ হলেও, দক্ষিণবঙ্গ কার্যত শুকনো।
তবে আশার আলো জ্বলেছে আবারও। মৌসম ভবন জানিয়েছে, একটি নতুন মৌসুমি অক্ষরেখা তৈরি হয়েছে। পাঞ্জাবের অমৃতসর থেকে শুরু করে চণ্ডীগড়, শামলি, শাহজাহানপুর, লখনউ, ছাপরা, বাঁকুড়া, হুগলি হয়ে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।
ফলে সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। তার জেরেই আজ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। জুলাইয়ে অতিবৃষ্টি হলেও, আগস্টে বর্ষায় ভাটা। ধানচাষের জন্য আগস্টের বৃষ্টি ভীষণ জরুরি। আবহবিদদের প্রত্যাশা, নতুন অক্ষরেখার জেরে বৃষ্টি ফিরবে পুরুলিয়ায়।
আবহবিদরা জানাচ্ছেন, বৃহস্পতিবার থেকেই বৃষ্টির প্রকোপ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে।











Post Comment