নিজস্ব প্রতিনিধি , বান্দোয়ান :
বান্দোয়ান থানার তালপাত গ্রামে চলা এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেই ঘটে গেল চাঞ্চল্যকর অপহরণকাণ্ড। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় তালপাত মোড় এলাকা থেকে মাত্র ১০ বছর বয়সের এক কিশোরীকে মোটর বাইকে করে অপহরণ করে পালানোর চেষ্টা করে এক যুবক। দ্রুত খবর পেয়ে তৎপর হয় পুলিশ। উদ্ধার করা হয় কিশোরীকে। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম বাবু সহিস। তার বাড়ি বোরো থানার বড়গোড়িয়া গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীনই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল সে। আচমকা তালপাত মোড় থেকে ওই কিশোরীকে মোটর বাইকে তুলে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে সে। ঘটনাটি চোখে পড়তেই হইচই পড়ে যায় এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বান্দোয়ান থানায়।
খবর পাওয়ার পরই পুলিশ তৎপরতা দেখায়। অভিযুক্তকে দ্রুত পাকড়াও করে এবং কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার ধৃত বাবু সহিসকে পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। পাশাপাশি, যে মোটর বাইকে করে কিশোরীকে অপহরণের চেষ্টা করা হয়েছিল, সেটিও আটক করা হয়েছে।
Post Comment