নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
ফের এক সিভিক ভলান্টিয়ারের মানবিক মুখ । এক অসুস্থ মহিলাকে নিজের বাইকে করে হাসপাতালে পৌঁছে দিলেন জেলা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার। ঘটনা সোমবার মানবাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ মানবাজার ১ নং ব্লকের ধানাড়া অঞ্চলের রাজাবাগান গ্রামের এক মহিলা জমিতে কাজ করার সময় তার পায়ে কিছু একটা কামড়ায়। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই সময় ওই রাস্তা দিয়েই পার হচ্ছিলেন মানবাজার থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার অপু কোটাল। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তিনি নিজের বাইকে চাপিয়ে অসুস্থ মহিলাকে ভাঙাচোরা ৫ কিমি পথ পেরিয়ে দ্রুত নিয়ে আসেন মানবাজার গ্রামীন হাসপাতালে। এখন ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ আছেন। সিভিক ভলান্টিয়ারের এই মানবিক কাজের প্রশংসা করছেন সকলেই । সিভিক ভলান্টিয়ার অপু কোটাল জানান, “আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ দেখি রাস্তার এক পাশে অনেক লোক জড়ো হয়ে আছে। তারা এম্বুলেন্সের জন্য অপেক্ষা করছেন। খবর নিয়ে জানতে পারি এক মহিলাকে সাপে কামড়েছে। তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক করি বাইকে করেই দ্রুত ওই মহিলাকে হাসপাতালে পৌঁছে দেব ।” সিভিক ভলান্টিয়ার অপু কোটালের এমন মানবিকতায় ধন্যবাদ জানান পরিবারের লোকজন। স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ বাউরি জানান, ওই সিভিক ভলান্টিয়ার দ্রুত বাইকে করে মহিলাকে হাসপাতালে পৌঁছে দিয়ে সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
Post Comment