insta logo
Loading ...
×

অযোধ্যা পাহাড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু বাইক চালকের

অযোধ্যা পাহাড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু বাইক চালকের

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :

অযোধ্যা পাহাড়ের পর্যটনপথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের। শুক্রবার সকালবেলা বাঘমুন্ডির ওল্ড বাঘমুন্ডি রোডে ঠুরগা ও বামনী জলপ্রপাতের মধ্যবর্তী অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম গোরাচাঁদ টুডু (৩৬)। তিনি ঝাড়খণ্ডের সরাইকেল্লা-খরসওয়া জেলার নিমডি থানার অন্তর্গত লকড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গোরাচাঁদবাবু বাইকে চড়ে অযোধ্যা পাহাড়ের উপরের দিকে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার সময় তাঁর মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে। ফলে গুরুতরভাবে মাথায় চোট পান তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে বাঘমুন্ডি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাঁকে উদ্ধার করে পাথরডি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার তদন্তে নেমেছে বাঘমুন্ডি থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Post Comment