নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
অযোধ্যা পাহাড়ে পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রকল্পে বেআইনিভাবে প্রবেশ করে বিপজ্জনক রিল বানানোর অভিযোগে এক ব্লগারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল প্রকল্প কর্তৃপক্ষ। প্রকল্পের ম্যানেজার কৌশিক দাসের অভিযোগের ভিত্তিতে বুধবার বাঘমুন্ডি থানায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া দুটি রিলে দেখা যায়, এক যুবক বেআইনিভাবে আপার ড্যাম চত্বরে প্রবেশ করে গেট বেয়ে ওঠানামা করছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বিধি ভঙ্গ করে একটি পাইপের উপর বসে আছে। তদন্তে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম বাবন রায়। যিনি একজন স্বঘোষিত ব্লগার এবং ফেসবুকের (মেট্যা) বিভিন্ন প্ল্যাটফর্মে অতীতেও এ ধরনের বিপজ্জনক ভিডিও আপলোড করেছেন।
প্রকল্প কর্তৃপক্ষের দাবি, এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সাধারণ মানুষকে বেআইনি প্রবেশ ও বিপজ্জনক কাণ্ডে উস্কানি দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে প্রকল্পের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তের পরিচয় নিশ্চিত করতে ফেসবুক (মেট্যা) কর্তৃপক্ষকে তথ্য চেয়ে চিঠি পাঠান। তবে প্রশ্ন উঠছে, কড়া নিরাপত্তাবেষ্টিত ও সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ এমন স্থানে কীভাবে অভিযুক্ত যুবক নজরদারির চোখ এড়িয়ে রিল তৈরি করল। ফলে প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও উঠছে জোরালো প্রশ্ন।
এদিকে শনিবার পর্যন্ত অভিযুক্তের মেট্যা অ্যাকাউন্টে ওই রিল দুটির আর কোনও চিহ্ন মেলেনি। পুলিশের অনুমান, মামলার খবর পেয়েই ব্লগার তার প্রোফাইল থেকে ভিডিও দুটি মুছে ফেলেছে। তদন্ত চলতে থাকলেও গোটা ঘটনার জেরে অযোধ্যা পাহাড়ের এই গুরুত্বপূর্ণ প্রকল্প ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।









Post Comment