নিজস্ব প্রতিনিধি, আড়শা:
জঙ্গলে বন্যপ্রাণী শিকার করে বাড়ি ফেরার পথে বনদপ্তরের হাতে গ্রেপ্তার তিন চোরাশিকারী । চোরা শিকারিদের ব্যাগ তল্লাশি করে মিলেছে মৃত শুকর মাংস। উদ্ধার বন্যপ্রাণী শিকারের বিভিন্ন অস্ত্র ও জাল। ধৃত যুবকদের নাম উত্তম কিস্কু, সুধীর বেসরা ও জীতেন বেসরা। তিন জনেরই বাড়ি বাঘমুন্ডি ব্লকের কুরপাহাড় এলাকায়।

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে অযোধ্যা কোলের আড়শা ব্লকের ভীমজারা গ্রামের মূল রাস্তায়। গোপন সূত্রে বনদপ্তরের কাছে খবর আসে ভীমজারা গ্রামের জঙ্গলে ১৫জন শিকারী শুকর শিকার করে জঙ্গলেই রান্না করার পর ভীমজারা রাস্তায় যাচ্ছে। খবর পেয়ে বন দফতরের আধিকারিক বনকর্মীদের নিয়ে তাদের ধাওয়া করলে একটি বাইকে থাকা তিন যুবক ধরা পড়ে যায়। বাইক থামিয়ে তাদের ব্যাগ খুলতেই বেরিয়ে আসে কাঁচা মাংস সহ বন্যপ্রাণী শিকারের সরঞ্জাম । সাথে সাথে তাদের আটক করে নিয়ে আসা আড়শা বনদপ্তরে। পরে তাদের গ্রেপ্তার হয়।

তাঁদের বিরুদ্ধে বন আইন এবং বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। বন দফতর সূত্রে জানা গেছে , বাকি অভিযুক্তদের খোঁজে জঙ্গলজুড়ে তল্লাশি চলছে। এই ঘটনার পর এলাকায় টহলদারি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে বন দফতর।











Post Comment