insta logo
Loading ...
×

অযত্নেই শতবর্ষ প্রাচীন ঝালদার রথ, রক্ষণাবেক্ষণের দাবি

অযত্নেই শতবর্ষ প্রাচীন ঝালদার রথ, রক্ষণাবেক্ষণের দাবি

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:


রথযাত্রা আসতেই শুরু হয় প্রাচীন রথের খোঁজ। বছরের বাকি সময়টা খোলা আকাশের নিচে অযত্নেই পড়ে থাকে সেই রথের কাঠামো। ঝালদার শতবর্ষ প্রাচীন এই রথ শুধু ধর্মীয় উৎসব নয়। জড়িয়ে রয়েছে এলাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে। এক সময় সম্পূর্ণ কাঠের তৈরি এই রথ দেখতে শুধু ঝালদা শহর নয়, আশপাশের গ্রামগঞ্জ থেকেও ভিড় করতেন হাজারো মানুষ।

বর্তমানে রথের কাঠামোটি লোহার হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তার জীর্ণদশা চোখে পড়ার মতো। নেই কোনো ছাউনি, খোলা আকাশের নিচে রোদ, বৃষ্টি, ঝড়ে দিন কাটে রথের, যা দেখে ক্ষোভ জমেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।


স্থানীয় বাসিন্দা কিশোর গুপ্ত বলেন, “শতবর্ষের এই রথ আমাদের সংস্কৃতির অংশ। এভাবে বছরের পর বছর পড়ে থাকলে একদিন হয়তো হারিয়েই যাবে ইতিহাস।”
একইরকম উদ্বেগ প্রকাশ করেন সুকান্ত সাহা। তাঁর কথায়, “অন্তত একটা স্থায়ী ছাউনি থাকলে রথটাকে রক্ষা করা যেত। এখন যেভাবে পড়ে রয়েছে, দেখে খুব কষ্ট হয়।”

এই বিষয়ে রথ কমিটিও একমত। তারাও রথের সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে জানিয়েছেন।
এ প্রসঙ্গে ঝালদা পুরসভার উপপুরপ্রধান সুদীপ কর্মকার জানান, “রথের বর্তমান অবস্থা আমাদের নজরে এসেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই রথের উপরে স্থায়ী ছাউনি নির্মাণের কাজ শুরু হবে।” স্থানীয়দের আশা, পুর প্রশাসনের হস্তক্ষেপে এবার হয়তো প্রাচীন ঐতিহ্যের এই রথ নতুন করে প্রাণ ফিরে পাবে।

Post Comment