insta logo
Loading ...
×

অমৃত ভারতে সিঞ্চিত পুরুলিয়া, উদ্বোধনে মোদি

অমৃত ভারতে সিঞ্চিত পুরুলিয়া, উদ্বোধনে মোদি

সুজয় দত্ত :

অমৃত ভারত ও অপারেশন সিঁদুর মিশে গেল এক বিন্দুতে। যে বিন্দুতে রয়েছে দেশপ্রেমের বার্তা। অন্তত তেমন প্রচারই চলল রেলের পক্ষে। উপলক্ষ জেলার প্রথম অমৃত ভারত স্টেশনের উদ্বোধন।
স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘অমৃত ভারত স্টেশন যোজনা’র অধীনে দেশের ১০৩টি রেল স্টেশন এবং একাধিক গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। পুরুলিয়া জেলার দক্ষিণ-পূর্ব রেলের অধীনস্থ আদ্রা মণ্ডলের জয়চণ্ডী পাহাড় রেল স্টেশনও ছিল ১০৩ রেল স্টেশনের মধ্যে। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ ডঃ সুভাষ সরকার এবং রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি। তাঁদের সঙ্গে মঞ্চে ছিলেন আদ্রা ডি আর এম সুমিত নারুলা সহ অন্যান্যরা।

ডি আর এম তাঁর বক্তব্যে অমৃত ভারত স্টেশন যোজনার মূল ভাবনা, লক্ষ্য ও আদ্রা মণ্ডলের অধীন ১৬টি স্টেশনের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, “জয়চণ্ডী পাহাড় স্টেশনের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে এবং আজ প্রধানমন্ত্রী তা উদ্বোধন করেন। দেশের আরও ১৬০টি স্টেশনে কাজ দ্রুতগতিতে চলছে।”

নবনির্মিত জয়চণ্ডী পাহাড় স্টেশনে চালু হয়েছে একাধিক আধুনিক সুবিধা—
লিফট, নতুনভাবে নির্মিত ও সজ্জিত স্টেশন চত্বর, বিশ্রামাগার, ডরমিটরি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ওয়েটিং রুম এবং অনিন্দ্য সুন্দর গ্রানাইটে নির্মিত প্ল্যাটফর্ম।

বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়েছে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য। তৈরি হয়েছে র‍্যাম্প। গড়ে তোলা হয়েছে জল কিয়স্ক, পরিচ্ছন্ন শৌচাগার এবং সংরক্ষিত টিকিট কাউন্টার।স্টেশন চত্বর সাজিয়ে তোলা হয়েছে মধুবনী চিত্রকলা দিয়ে। পাশাপাশি পার্কিং-এর রাস্তা চওড়া করা হয়েছে প্রধান প্রবেশ রাস্তা সংস্কারের কাজও সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে “অপারেশন সিঁদুর – বীরত্বের নিদর্শন” শীর্ষক প্রবন্ধ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আদ্রা মণ্ডলের বিভিন্ন রেল স্কুল ও স্কাউট-গাইড সংগঠনের মোট ৩৬ জন প্রতিযোগী অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে।

অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “রেল শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয়, এটি জাতির সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির বাহক। আধুনিক রেল স্টেশনগুলি এখন শহরের নতুন পরিচয় হয়ে উঠছে। এই নতুন স্টেশনগুলি যাত্রীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করবে।”

তিনি অপারেশন সিঁদুরের উল্লেখ করে ভারতীয় সেনার সাহস ও আত্মত্যাগকে কুর্নিশ জানান এবং দেশের যুবসমাজকে উন্নয়নের যাত্রায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

Post Comment