নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
তিলোত্তমা হত্যাকান্ডের ন্যায় বিচার এবং নারীর সম্মান ও মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল জয়পুরে । একিই সাথে পালিত হয় রাখি বন্ধন উৎসব। শনিবার ফরওয়ার্ড ব্লকের শাখা সংগঠন অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে এই মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল জয়পুর আর বি বি হাইস্কুল থেকে শুরু হয়ে পুরো জয়পুর বাজার পরিক্রমা করে আবার হাইস্কুলে ফিরে আসেন। অভয়াকে স্মরণ করে জয়পুর বাজারের পথচলতি মানুষদের হাতে রাখি পরান সমিতির মহিলারা। মিছিল থেকে স্লোগান ওঠে -“শপথ করে পরবো রাখি,থাকবো মোরা রাজপথে,অভয়ার বিচার বাকি,লড়বো মোরা একসাথে।” “বিচার বিহীন একবছর, অভয়ার বিচার আর কবে? মিছিলের নেতৃত্ব দেন অগ্রগামী মহিলা সমিতির পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদিকা সুজাতা সিনহা, জেলা কমিটির সদস্যা প্রিয়ংবদা সেনগুপ্ত, শিবানী মাহাত, মুনমুন চ্যাটাজ্জী প্রমুখ ।
Post Comment