নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
অপারেশন সিঁদুরে খুশি পহেলগাঁওয়ে নিহত আইবি অফিসার ঝালদার মনীশরঞ্জন মিশ্রের পরিবার। নিহতের ভাই রাহুলরঞ্জন বলেন, “কেন্দ্রর কঠিন পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাতে চাই। ভারত যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে, সেভাবেই তাদের কোমরকে ভেঙে দিতে হবে।
আর সংযত থাকা যাবে না। জবাব দিতেই হবে। মেরুদন্ড ভেঙে দিতে হবে।”

অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন নিহত মনীশরঞ্জনের ভাই, বাবা, এমনকি নিহতের পুত্র সায়নও। কিন্তু এখনও নিশ্চুপ
প্রয়াত আইবি অফিসারের স্ত্রী জয়া দেবী। স্বামীকে হারানোর পর থেকেই ঘরবন্দি করে নিয়েছেন নিজেকে। সময়ে খাওয়া-দাওয়াও করছেন না। বেশিরভাগ সময় বন্ধ রাখছেন রুমের দরজা।
নিয়মিতভাবে তাঁদের বাড়িতে আসছেন অনেক মানুষজন। নিহত মনীশের পরিবারের সব রকম সমস্যায় পাশে দাঁড়িয়ে সমগ্র ঝালদা-ই হয়ে উঠেছে এক বৃহৎ পরিবার।
Post Comment