insta logo
Loading ...
×

অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ,বরাবাজার:

ছ’মাসের দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে উদ্ধার হল অপহৃত এক কিশোরী। বুধবার ভোরে পুরুলিয়ার বরাবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে। অপহরণের অভিযোগে অভিযুক্ত সঞ্জয় পরামানিককে গ্রেফতার করে। ধৃতের বাড়ি বরাবাজার থানার তুইমা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, উদ্ধার হওয়া কিশোরী আদালতে গোপন জবানবন্দী দেওয়ার পর তাকে একটি সুরক্ষিত হোমে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ওই কিশোরীর বাবা বরাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানান, সেদিন সকালে বাড়ির সামনেই তার মেয়েকে মোটরবাইকে তুলে নিয়ে যায় সঞ্জয় পরামানিক। অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। অবশেষে প্রায় ছ’মাস পর পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।

Post Comment