নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
এ যেন টানটান বলিউডি সিনেমা! ব্যবসায়ী অপহরণের তিন ঘন্টার মধ্যেই অপহরণ কান্ডের কিনারা করল পুরুলিয়া জেলা পুলিশ। গ্রেপ্তার আন্তঃরাজ্য অপহরন চক্রের চার দুষ্কৃতী। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একটি চার চাকার গাড়ি সহ তিনটি মোটরসাইকেল। পুলিশ জানায় ধৃতরা হল ঝাড়খন্ডের রাঁচি জেলার ইটাককি থানার ধরহাটাড় গ্রামের বাসিন্দা অমরজিৎ মাহাত,সোনাহাতু থানার বিদ্রাডী গ্রামের পরীক্ষিত হাজাম ,পান্ডুডী গ্রামের ডমন মাহাত,ও বুন্ডু থানার দরহাটাড় গ্রামের রাজেন্দ্র প্রসাদ।

সোমবার সন্ধ্যায়, জেলা পুলিশের কাছে খবর আসে ঝাড়খন্ডের লোহরদাগার বাসিন্দা কমল গোপ ও গুমরার বাসিন্দা নন্দগোপাল রায়কে অপহরণ করা হয়।একটি কালো গাড়িতে কয়েকজন এসে জোর করে তুলে নিয়ে যায় তাঁদের। অপহরণকারীরা দুজনকে অপহরণ করে গা ঢাকা দেয় ঝাড়খণ্ড রাজ্যের সীমানা পার হয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ফরেষ্ট এরিয়ায়। এর পর অপহৃতদের পরিবারের কাছ থেকে ১০লক্ষ টাকা দাবি করে তারা। কমল গোপের স্ত্রী কৌশল্যা দেবী তৎক্ষণাৎ সমস্ত ঘটনাটি বাঘমুন্ডি থানায় জানিয়ে দেন। এরপরেই দ্রুত তদন্তে নামে জেলা পুলিশ। বিশেষ সূত্রে খবর আসে ব্যবসায়ীদের অপহরণ করে অযোধ্যা পাহাড়ের বুকাডি বুড়দা বনাঞ্চলে আটকে রাখা হয়েছে।

তারপরেই বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ। ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষের নেতৃত্বে তৈরি করা হয় বিভিন্ন টিম। সেখান থেকে পুলিশ দুই ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধারের পাশাপাশি স্পট থেকে গ্রেপ্তার করে দুই অপহরণকারীকে । তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় আরও দুই দুষ্কৃতীকে। মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১০দিনের পুলিশ হেফাজত হয়।
Post Comment