নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
অনলাইন বিপণির ভুয়ো পরিচয়ে প্রতারণার শিকার হলেন পুরুলিয়া শহরের এক বাসিন্দা। অভিযোগ, দেড় লাখ টাকারও বেশি অর্থ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে। মঙ্গলবার পুরুলিয়া সদর থানায় প্রতারকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ এপ্রিল সকালে এক ব্যক্তি ব্র্যান্ডেড অনলাইন বিপণি সংস্থার ‘কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ’ পরিচয়ে ফোন করেন। ফোনে নানা প্রলোভন ও পরিষেবা উন্নয়নের নাম করে অভিযোগকারীর মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করাতে বলেন তিনি।
নির্দ্বিধায় সেই নির্দেশ মেনে অ্যাপটি ডাউনলোড করেন অভিযোগকারী। কয়েক মিনিটের মধ্যেই ব্যাঙ্ক থেকে একের পর এক মেসেজ আসতে শুরু করে। চক্ষু চড়কগাছ — মোট প্রায় ১,৪৮,০০০ টাকা বিভিন্ন ট্রানজাকশনে উধাও হয়ে গেছে।
পুরুলিয়া সদর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত শুরু হয়েছে।
Post Comment