নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
অতি বৃষ্টির জেরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল রঘুনাথপুর দু’নম্বর ব্লকের দান্দুয়া গ্রামে। রবিবার ভোরে হঠাৎই ভেঙে পড়ে বাবলু বাউরির মাটির বাড়ির একাংশ। ঘুমন্ত অবস্থায় চাপা পড়েন বাবলু বাউরি, তার স্ত্রী পূজা বাউরি এবং শিশু কন্যা লিপিকা বাউরি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারটি মাটির বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ ধসের শব্দে প্রতিবেশীরা ছুটে এসে তিনজনকে মাটির নিচে চাপা পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। এলাকার যুব তৃণমূল নেতা ঠাকুর দাস বাউরির তৎপরতায় আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে পূজা বাউরির অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে দুপুর দু’টো নাগাদ হাসপাতালে ছুটে আসেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, রঘুনাথপুরের পৌরপ্রধান তরণী বাউরি, তৃণমূল নেতা হাজারী বাউরি, হিমাংশু মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। মন্ত্রী আহতদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা যাতে নির্বিঘ্নে হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী জানান, পরিবারটির এক আত্মীয় তাঁর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। জেলাস্তরের নেতৃত্বও ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এই ঘটনার পর গ্রামে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
Post Comment