নিজস্ব প্রতিনিধি, মানবাজার :
এক গৃহস্থের খোঁয়াড়ে ঢুকে বিশাল এক অজগর সাপের হানা। রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার মানবাজার থানার চাঁদড়া গ্রামে । ওই ঘটনায় একটি হাঁসকে সম্পূর্ণ গিলে ফেলেছে অজগরটি, পাশাপাশি আরও দুটি হাঁসকে মেরে ফেলেছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদড়া গ্রামের বাসিন্দা মধু বাউরির বাড়ির খোঁয়াড়ে তিনটি হাঁস ছিল। সকালে পরিবারের সদস্যরা দেখতে পান খোঁয়াড় একেবারে ফাঁকা। তল্লাশিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর দৃশ্য—একটি বিশালাকৃতির রক পাইথন হাঁস গিলেছে, এবং পাশে পড়ে রয়েছে আরও দুটি মৃত হাঁস।
ঘটনার পরেই খবর দেওয়া হয় কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার ১ নং রেঞ্জে। বন দফতরের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পেশাদার দক্ষতায় সাপটিকে উদ্ধার করে। বন কর্মীদের প্রাথমিক তদন্তে জানা যায়, তিনটি হাঁসের মধ্যে একটি হাঁস পুরোপুরি গিলে ফেলেছে অজগরটি, বাকি দুটির মৃত্যু হয়েছে দংশনের ফলে।
বন দফতর সূত্রে জানানো হয়েছে, উদ্ধার করা অজগরটিকে প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর নির্ধারিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।







Post Comment